বিচিত্র রূপে ভূগোল ।
·
সোনালি আঁশের দেশ –
বাংলাদেশ ।
·
সোনালি প্যাগোডার দেশ –
মিয়ানমার ।
·
সোনালি তোরণের শহর –
সানফ্রানসিসকো (যুক্তরাষ্ট্র) ।
·
গোলাপি শহর – রাজস্থান
(ভারত) ।
·
সাদা শহর – বেলগ্রেড
(সার্বিয়া) ।
·
চির সবুজের শহর/দেশ –
নাটাল (দঃ আফ্রিকা) ।
·
সোনার অন্তঃপুর –
ইস্তাম্বুল (তুরস্ক) ।
·
স্বর্ণ নগরী –
জোহানসবার্গ (দঃ আফ্রিকা) ।
·
রূপোর শহর – আলজিয়ারস
(আলজেরিয়া) ।
·
মুক্তার দেশ – কিউবা ।
·
পান্না দ্বীপ –
আয়ারল্যান্ড ।
·
মার্বেলের দেশ – ইতালি
।
·
গ্রানাইটের শহর –
এবারডিন ।
·
মসজিদের শহর – ঢাকা ।
·
মন্দিরের শহর – বেনারস
(ভারত) ।
·
ভূ-স্বর্গ – কাশ্মীর
(ভারত)
·
পবিত্র ভূমি –
জেরুজালেম (ফিলিস্তিন) ।
·
পোপের শহর – রোম
(ইতালি) ।
·
উত্তরের ভেনিস –
স্টকহোম (সুইডেন) ।
·
দক্ষিনের গ্রেট
ব্রিটেন – (নিউজিল্যান্ড) ।
·
দক্ষিনের রানী – সিডনি
(অস্ট্রেলিয়া) ।
·
পশ্চিমের জিব্রাল্টার –
কুইবেক (কানাডা)
·
প্রাচ্যের গ্রেট
ব্রিটেন – জাপান ।
·
প্রাচ্যের ডান্ডি –
নারায়ণগঞ্জ (বাংলাদেশ) ।
·
প্রাচ্যের
ম্যানচেস্টার – ওসাকা (জাপান) ।
·
প্রাচ্যের ভেনিস –
ব্যাংকক (থাইল্যান্ড) ।
·
মরুভূমির মহাদেশ –
আফ্রিকা ।
·
অন্ধকারাচ্ছন্ন মহাদেশ
– আফ্রিকা ।
·
পৃথিবীর রুটির ঝুড়ি –
প্রেইরি (আমেরিকা)
·
দ্বীপের মহাদেশ –
অস্ত্রেলিয়া ।
·
ইউরোপের প্রবেশদ্বার –
ভিয়েনা (অষ্ট্রিয়া) ।
·
ইউরোপের ক্রীড়াভূমি –
সুইজারল্যান্ড ।
·
ইউরোপের রণক্ষেত্র –
বেলজিয়াম ।
·
ইউরোপের ককপিট –
বেলজিয়াম ।
·
ইউরোপের রুগ্ন মানুষ –
তুরস্ক ।
·
রাজপ্রাসাদের শহর –
কলকাতা ।
·
রাজপ্রাসাদের নগর –
ভেনিস ।
·
গগনচুম্বী অট্টালিকার
শহর – নিউইয়র্ক ।
·
জাঁকজমকের শহর –
নিউইয়র্ক ।
·
বাংলাদেশের
প্রবেশদ্বার – চট্টগ্রাম ।
·
বাংলার ভেনিস – বরিশাল
।
·
ভারতের রোম – দিল্লি ।
·
ভারতের প্রবেশদ্বার –
মুম্বাই ।
·
পাকিস্তানের
প্রবেশদ্বার – করাচি ।
·
ভূ–মধ্য সাগরের
প্রবেশদ্বার – জিব্রাল্টার ।
·
তাজমহলের নগরী – আগ্রা
।
·
শুন্যোদ্যানের নগরী –
ব্যবিলন (ইরাক) ।
·
প্রাচীরের দেশ – চীন ।
·
পিরামিডের দেশ – মিশর
·
আলেজান্দ্রিয়ার
বাতিঘরের দেশ – মিশর ।
·
জিউসের মূর্তির দেশ –
গ্রিস ।
·
ভাটির দেশ – বাংলাদেশ
।
·
পঞ্চনন্দের দেশ –
পাঞ্জাব (পাকিস্তান)।
·
নীলদেশের দেশ – মিশর ।
·
চীনের নীলনদ –
ইয়াংসিকিয়াং ।
·
সমুদ্রের বঁধু – গ্রেট
ব্রিটেন ।
·
হাজার হ্রদের দেশ –
ফিনল্যান্ড ।
·
দ্বীপের নগরী – ভেনিস
(ইতালি) ।
·
City of
Fountains বলা
হয় – তাসখণ্ড কে ।
·
হাজার দ্বীপের দেশ –
ফিনল্যান্ড ।
·
পৃথিবীর সুন্দর দ্বীপ –
টস্টিয়ান ডি কানা ।
·
লবঙ্গ দ্বীপ –
জাঞ্জিবার ।
·
আগুনের দ্বীপ –
আইসল্যান্ড ।
·
সাত পাহাড়ের শহর – রোম
।
·
ক্যাঙ্গারুর দেশ –
অস্ট্রেলিয়া ।
·
পশমের দেশ - অস্ট্রেলিয়া ।
·
সাদা হাতির দেশ –
থাইল্যান্ড ।
·
পীত হাতির দেশ – চীন ।
·
পশুপালনের দেশ –
তুরকিমেনিস্তান ।
·
উদ্যানের শহর – শিকাগো
।
·
দক্ষিন ভারতের উদ্যান –
তাঞ্জুর ।
·
ব্রিটেনের বাগান –
কেন্ট ।
·
ম্যাপল পাতার দেশ –
কানাডা
·
বিগ অ্যাপেল –
নিউইয়র্ক ।
·
চিনির আধার – কিউবা ।
·
সূর্যোদয়ের দেশ –
জাপান ।
·
নিশীথ সূর্যের দেশ –
নরওয়ে ।
·
সকাল বেলার শান্তি –
কোরিয়া ।
·
রাতের নগরী – কায়রো ।
·
চির বসন্তের নগরী –
কিটো (ইকুয়েডর) ।
·
রজত নগরী – আলজিয়ারস ।
·
নিশ্চুপ শহর – ভেনিস ।
·
নীরব শহর – রোম ।
·
বাতাসের শহর – শিকাগো ।
·
বাজারের শহর – কায়রো ।
·
Pearl of
Africa - উগান্ডা ।
·
আলোর শহর - প্যারিস ।
·
সম্মেলনের শহর –
জেনেভা ।
·
রিক্সার শহর – ঢাকা ।
·
নিষিদ্ধ দেশ – তিব্বত ।
·
শ্বেতাঙ্গদের কবরস্থান
– গিনিকোস্ট ।
·
পৃথিবীর ছাদ – পামির মালভূমি
।
·
বজ্রপাতের দেশ – ভুটান
।
·
ভূমিকম্পের দেশ –
জাপান ।
·
হারকিউলিসের স্তম্ব –
জিব্রাল্টার মালভূমি ।
·
আদ্রিয়াতেকের রানী –
ভেনিস ।
No comments:
Post a Comment