Sunday, December 9, 2012

বিশ্বের বিভিন্ন যুদ্ধ সংঘাতের সাল সমূহ

বিশ্বের বিভিন্ন যুদ্ধ সংঘাতের সাল সমূহ

-      ট্রয়ের যুদ্ধ (১১৯০ খ্রিঃ পূঃ), সংঘটিত হয় গ্রীক বাহিনী Vs ট্রয়বাসীর মধ্যে ।
-      পিউনিক যুদ্ধ (২৬৪-৪১খ্রিঃ পূঃ) সংঘটিত হয় রোমান বাহিনী  Vs কার্থেজ রাজ্যের মধ্যে ।
-      ম্যারাথন যুদ্ধ (৪৯০ খ্রিঃ পূঃ) সংঘটিত হয় পারস্য  Vs গ্রিসবাসীর মধ্যে ।
-      পেলপ্যানিশের যুদ্ধ (৪৩১-৪০৪ খ্রিঃ পূঃ) সংঘটিত হয় পেলপ্যানিশলীগ  Vs এথেন্সের মধ্যে ।  
-      কলিঙ্গের যুদ্ধ (২৬১ খ্রিঃ পূঃ), সংঘটিত হয় কলিঙ্গের রাজা  Vs সম্রাট অশোকের মধ্যে ।
-      বদরের যুদ্ধ (৬২৪ সাল), সংঘটিত হয় মুসলিম  Vs মক্কার মূর্তি পুজারিদের মধ্যে ।
-       উহুদের যুদ্ধ (৬২৫ সাল), সংঘটিত হয় মুসলিম  Vs মক্কার মূর্তি পুজারিদের মধ্যে ।
-      খন্দকের যুদ্ধ (৬২৭ সাল), সংঘটিত হয় মুসলিম  Vs কোরাইশদের মধ্যে । 
-      খায়বার যুদ্ধ (৬২৮ সাল), সংঘটিত হয় মুসলিম  Vs ইহুদীদের মধ্যে ।
-      মুতার যুদ্ধ (৬২৯ সাল), সংঘটিত হয় মুসলিম  Vs রোমান বাহিনীর মধ্যে ।
-      হুনায়নের যুদ্ধ (৬৩০ সাল), সংঘটিত হয় মুসলিম  Vs রোমান বাহিনীর মধ্যে
-      তাবুকের যুদ্ধ (৬৩১ সাল), সংঘটিত হয় মুসলিম  Vs রোমান বাহিনীর মধ্যে।
-       ইয়ারমুকের যুদ্ধ (৬৩৬ সাল), সংঘটিত হয় মুসলিম  Vs রোমান বাহিনীর মধ্যে ।
-      কারবালার যুদ্ধ (৬৮০ সাল), সংঘটিত হয় ইয়াজিদ  Vs ইমাম হুসাইনের মধ্যে ।
-      ক্রুসেড যুদ্ধ (১০৯৫-১২৭১ সাল), সংঘটিত হয় মুসলিম  Vs খ্রিষ্টানদের মধ্যে।
-      ইংরেজ-ফ্রান্স যুদ্ধ (১১০৯-১৩০৩ সাল), সংঘটিত হয় ইংল্যান্ড  Vs ফ্রান্সের মধ্যে।
-      শতবর্ষব্যাপী যুদ্ধ (১৩৩৭-১৪৫৩ সাল), সংঘটিত হয় ইংল্যান্ড  Vs ফ্রান্সের মধ্যে।
-      তারাইনের যুদ্ধ (১১৯১ সাল), সংঘটিত হয় পৃথ্বীরাজ চোহান Vs মুহাম্মদ ঘোরির মধ্যে।
-      তারাইনের দ্বিতীয় যুদ্ধিতিয় (১১৯২ সাল), সংঘটিত হয় পৃথ্বীরাজ চোহান  Vs মুহাম্মদ ঘোরির মধ্যে। 
-      পানিপথের প্রথম যুদ্ধ (১৫২৬ সাল), সংঘটিত হয় বাবুর Vs ইব্রাহীম লোদির   মধ্যে।
-      পানিপথের দ্বিতীয় যুদ্ধ (১৫৫৬ সাল), সংঘটিত হয় বইরাম খান Vs হিমুর    মধ্যে।
-      তালিকটার যুদ্ধ (১৫৬৪ সাল), সংঘটিত হয় নিজাম শাহ  Vs রাম রাজার   মধ্যে।
-      হলদিঘাটের  যুদ্ধ (১৫৭৬ সাল), সংঘটিত হয় মান সিংহ  Vs রানা প্রতাপ সিং’র মধ্যে।
-      ইংল্যান্ডের যুদ্ধ (১৫৮৮ সাল), সংঘটিত হয় ব্রিটেন  Vs স্পেনের মধ্যে।  
-      উপসাগরীয় যুদ্ধ , সংঘটিত হয় নেদারল্যান্ড  Vs পূর্তগাল-স্পেনের  মধ্যে ।  
-       অ্যাংল ডাচ যুদ্ধ (১৬৫২-১৭৭৪ সাল পর্যন্ত ৩ বার ), সংঘটিত হয় ব্রিটেন Vs নেদারল্যান্ডের মধ্যে ।
-      অ্যাংল ফ্রান্স যুদ্ধ (১৬২৭-১৬৯৭ সাল পর্যন্ত ৩ বার ), সংঘটিত হয় ব্রিটেন Vs ফ্রান্সের মধ্যে ।
-      ত্রিশবর্ষব্যাপী যুদ্ধ (১৬১৮-১৬৪৮ সাল), সংঘটিত হয় জার্মান ক্যাথলিক  Vs প্রটেস্টান্টের মধ্যে।    
-      অ্যাংল ফ্রান্স যুদ্ধ (১৭২০-১৭৮৩ সাল পর্যন্ত ৩ বার ), সংঘটিত হয় ব্রিটেন Vs  ফ্রান্সের মধ্যে । 
-      সপ্তবর্ষব্যাপী যুদ্ধ (১৭৫৬-৬৩ সাল),সংঘটিত হয় ব্রিটেন  Vs ফ্রান্স,অস্ট্রিয়া, রাশিয়ার মধ্যে ।  
-      পলাশীর যুদ্ধ (১৭৫৭ সাল),সংঘটিত হয় ব্রিটেন Vs নবাব সিরাজউদ্দুলার মধ্যে ।    
-      পানি পথের তৃতীয় যুদ্ধ (১৭৬১ সাল),সংঘটিত হয় আব্দালী  Vs মারাঠাদের মধ্যে । 
-      বক্সারের যুদ্ধ (১৭৬৪ সাল),সংঘটিত হয় ব্রিটেন  Vs মীর কাশিমের মধ্যে ।       
-      আমেরিকার স্বাধীনতা যুদ্ধ (১৭৭৫-৮৩ সাল),সংঘটিত হয় ব্রিটেন  Vs আমেরিকার মধ্যে ।        
-      নীল নদের যুদ্ধ (১৭৯৮ সাল),সংঘটিত হয় ব্রিটেন  Vs ফ্রান্সের মধ্যে ।
-      ট্রাগালফার যুদ্ধ (১৮০৫ সাল),সংঘটিত হয় ব্রিটেন  Vs স্পেন,ফ্রান্সের মধ্যে ।
-      ওয়াটার লু যুদ্ধ (১৮১৫ সাল),সংঘটিত হয় ব্রিটেন,অস্ট্রিয়া  Vs রাশিয়া,সুইডেন,  ফ্রান্সের মধ্যে ।
-      রুশ-প্রাশিয়া যুদ্ধ (১৮২৬ সাল),সংঘটিত হয় রাশিয়া  Vs প্রাশিয়া, আরমেনিয়ার  মধ্যে ।
-      রুশ-তুর্কি যুদ্ধ (১৮২৮ সাল),সংঘটিত হয় রাশিয়া  Vs তুরস্কের মধ্যে ।
-      আফিম যুদ্ধ (১৮৩৯ সাল),সংঘটিত হয় ব্রিটেন  Vs চীন মধ্যে ।
-      আমেরিকা-মেক্সিান যুদ্ধ (১৮৪৬ সাল),সংঘটিত হয় আমেরিকা  Vs মেক্সিকো মধ্যে।
-       চিলিওয়ালার যুদ্ধ (১৮৪৯ সাল),সংঘটিত হয় ইংরেজ  Vs শিখদের মধ্যে ।  
-      ক্রিমিয়ার যুদ্ধ (১৮৫৩ সাল),সংঘটিত হয় ইংল্যান্ড মিত্ররা  Vs রাশিয়ার মধ্যে ।
-      সপ্তবর্ষব্যাপী যুদ্ধ (১৮৬৬ সাল),সংঘটিত হয় ইতালি, প্রাশিয়া Vs অস্ট্রিয়ার মধ্যে ।   
-      রুশ-তুর্কি যুদ্ধ (১৮৭৭ সাল),সংঘটিত হয় রাশিয়া  Vs তুরস্কের মধ্যে ।
-      সুদান যুদ্ধ (১৮৮১ সাল),সংঘটিত হয় ইংল্যান্ড,মিশর Vs সুদানের মধ্যে ।
-      চীন-জাপান যুদ্ধ (১৮৯৪-১৯৪৫ পর্যন্ত ৩ বার),চীন ১ বার জাপান ২ বার জয়ী হয় ।
-      ব্যুয়ার যুদ্ধ (১৮৯৯ সাল),সংঘটিত হয় ব্রিটেন  Vs দঃ আফ্রিকার মধ্যে ।
-      রুশ যুদ্ধ (১৯০৪ সাল),সংঘটিত হয় রাশিয়া  Vs জাপানের মধ্যে ।
-      জাটল্যা্নডের যুদ্ধ (১৯১৬ সাল),সংঘটিত হয় ব্রিটেন  Vs জার্মানির মধ্যে ।
-      প্রথম বিশ্ব যুদ্ধ (১৯১৪-১৯১৯ সাল),সংঘটিত হয় ব্রিটেন,ফ্রান্স,বেলজিয়াম  Vs জার্মানি,হাঙ্গেরি,তুরস্ক,বুলগেরিয়ার মধ্যে ।
-      দ্বিতীয় বিশ্ব যুদ্ধ (১৯৩৯-১৯৪৫ সাল),সংঘটিত হয় ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, পোল্যান্ড Vs জার্মানি,ইতালি,জাপানের মধ্যে ।    
-      প্রথম বলকান যুদ্ধ (১৯১২ সাল),সংঘটিত হয় সার্বিয়া  Vs তুরস্কের মধ্যে ।
-      দ্বিতীয় বলকান যুদ্ধ (১৯১৩ সাল),সংঘটিত হয় সার্বিয়া Vs বুলগেরিয়ার মধ্যে ।
-      কোরিয়া যুদ্ধ (১৯৫০ সাল),সংঘটিত হয় দঃ কোরিয়া, চীন  Vs ইংল্যান্ড, ফ্রান্স, তুরস্কের মধ্যে ।
-      আরব ইসরাইল যুদ্ধ (১৯৪৮ সাল),সংঘটিত হয় ইসরাইল  Vs আরব দেশগুলোর মধ্যে ।
-      ২য় আরব ইসরাইল যুদ্ধ (১৯৫৬ সাল),সংঘটিত হয় ইসরাইল  Vs আরব মিসরের মধ্যে ।
-      ৩য় আরব ইসরাইল যুদ্ধ (১৯৬৭ সাল),সংঘটিত হয় ইসরাইল  Vs মিসরের মধ্যে ।
-      ৪র্থ আরব ইসরাইল যুদ্ধ (১৯৭৩ সাল),সংঘটিত হয় ইসরাইল  Vs সিরিয়া, জর্ডানের মধ্যে । 
-      ভিয়েতনাম যুদ্ধ (১৯৫৭ সাল),সংঘটিত হয় উত্তর ভিয়েতনাম  Vs অ্যামেরিকার মধ্যে ।
-      পাক-ভারত যুদ্ধ (১৯৪৮ সাল),সংঘটিত হয় পাকিস্তান  Vs ভারতের মধ্যে ।
-      ২য় পাক-ভারত যুদ্ধ (১৯৬৫ সাল),সংঘটিত হয় পাকিস্তান Vs ভারতের মধ্যে।
-       বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ (১৯৭১ সাল),সংঘটিত হয় পূর্ব পাকিস্তান Vs পশ্চিম পাকিস্তানের মধ্যে । 
-      চীন ভারত যুদ্ধ (১৯৬২ সাল),সংঘটিত হয় চীন  Vs ভারতের মধ্যে । 
-      ইরিত্রিয়া–ইথুপিয়া যুদ্ধ (১৯৬২ সাল),সংঘটিত হয় ইরিত্রিয়া  Vs ইথুপিয়ার মধ্যে । 
-      আলজেরিয়ার যুদ্ধ (১৯৫৪ সাল),সংঘটিত হয় আলজেরিয়া  Vs ফ্রান্সের মধ্যে । 
-      ইরাক-ইরান যুদ্ধ (১৯৮০ সালে যুদ্ধ বিরতি),সংঘটিত হয় ইরাক Vs  ইরানের মধ্যে।
-      উপসাগরীয় যুদ্ধ (১৯৯০ সাল),সংঘটিত হয় ইরাক Vs কুয়েত, আমেরিকার মধ্যে ।
-      ফকল্যান্ড যুদ্ধ (১৯৮২ সাল),সংঘটিত হয় ব্রিটেন  Vs আর্জেন্টিনার মধ্যে ।
-      ক্রোশীয়ার স্বাধীনতার যুদ্ধ (১৯৯১ সাল),সংঘটিত হয় ক্রোশীয়া  Vs সার্বিয়ার মধ্যে।
-      বসনিয়া যুদ্ধ (১৯৯৫ সাল),সংঘটিত হয় বসনিয়া  Vs সার্বিয়ার মধ্যে
-      বিন লাদেনের যুদ্ধ (১৯৯৮ সাল),সংঘটিত হয় আমেরিকা  Vs তালেবানের মধ্যে
-      কসোবো যুদ্ধ (১৯৯৯ সাল),সংঘটিত হয় সার্বিয়া  Vs ন্যাটো বাহিনীর মধ্যে
-      আফগানিস্তান যুদ্ধ (২০০১ সাল),সংঘটিত হয় তালেবান  Vs আমেরিকার মধ্যে  
-      ইরাক যুদ্ধ (২০০৩ সাল),সংঘটিত হয় আমেরিকা মিত্র জোট Vs ইরাকের মধ্যে ।    
                                       ****


No comments:

Post a Comment