Monday, December 31, 2012

Sample General Knowledge Question for 34th BCS -15



সাধারণ জ্ঞান
১।  দেশের কোন জেলাকে প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয় ?  
_ যশোর
২। সম্প্রতি কোনদেশে পঞ্চম প্রজন্মে জঙ্গি বিমান ‘টি – ৫০’ উড্ডয়ন করা হয় ?
_ রাশিয়াতে  
৩। ১ ডিসেম্বর ২০১২ মেক্সিকোর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ?
_ পিনা নিয়েতো
৪। দঃ কোরিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট কে ?
_ পার্ক গিউন–হাই
৫। বিশ্ব বক্সিং কাউন্সিল প্রদত্ত দ্য কিং অব বক্সিং পুরস্কার বিজয়ী কে ?
_ মোহাম্মাদ আলী
  

Thursday, December 27, 2012

Sample Bangla Model Question for 34th BCS -16



বাংলা
১। গাং কোন দেশি শব্দ ?
_ হিন্দি ।
২। ম্যাক্সিম  গোর্কির ‘মা’ উপন্যাস কোন ভাষায় রচিত ?
_ রুশ ।
৩। “এ জগতে হায় , সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি” লাইন দুটি রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ ?
_ দুই বিঘা জমি ।
৪। বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন কে ?
_ এন বি হ্যালহেড ।
৫। বাংলা সাহিত্যে কাকে ছন্দের জাদুকর বলা হয় ?
_ সত্তেন্দ্রনাথ দত্ত ।

Tuesday, December 25, 2012

বিচিত্র নদী তথ্য



বিচিত্র নদী তথ্য

·         নদীর নামে দেশ – কঙ্গো , নাইজার , জর্ডান ।
·         পঞ্চনদের দেশ – পাঞ্জাব
·         চীনের দুঃখ – হোয়াংহো নদী
·         সৌদি আরবে কোন নদী নেই
·         জীবনের নদী বলা হয় – কারাকাম খালকে
·         জর্ডান নদীতে কোন মাছ নেই
·         চীনের নীলনদ বলা হয় – ইয়াংসিকিয়াং নদীকে
·         ব্রহ্মপুত্র  নদীর তিব্বতীয় নাম - সানপু  
·         টাইগ্রিস নদীর পূর্ব নাম দজলা
·         ইউফ্রেটিস নদীর পূর্ব নাম ফোরাত
·         দানিয়ুব নদীকে বলা হয় আন্তর্জাতিক নদী
·         বিশ্বের এককভাবে দীর্ঘতম নদী – নীলনদ
·         বিশ্বের প্রসস্থতম নদী – অ্যামাজন
·         দীর্ঘতম নদী অববাহিকা – অ্যামাজন অববাহিকা
·         যৌথভাবে বিশ্বের দীর্ঘতম নদী – মিসিসিপি মিসৌরি
·         বিশ্বের ক্ষুদ্রতম নদী – ডি রিভার
·         সবচেয়ে বেশি পানি প্রবাহিত হয় অ্যামাজন নদী দিয়ে
·         সবচেয়ে বেশি পলি সম্বলিত নদী হোয়াংহো
·         এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং
·         বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী একমাত্র নদী কুলিখ

Thursday, December 20, 2012

Sample Bangla Model Question for 34th BCS -15



বাংলা
১। ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ  ?
_  নীরদচন্দ্র চৌধুরী ।  
২। ‘সংস্কৃতির ভাঙা সেতু’ কার রচিত গ্রন্থ ?
_ আখতারুজ্জামান ইলিয়াস ।
৩। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত ?
_ দশটি ।
৪। ‘তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি’ – এটা ধরনের বাক্য
_ যৌগিক বাক্য ।
৫। সাধুভাষা সাধারণত কোথায় অনুপযোগী  ?
_ নাটকের সংলাপে ।